

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– গত ৯ ই অক্টোবর থেকে ২১ শে অক্টোবর পর্যন্ত রামনগর কলোনির বাসিন্দাদের পরপর তিনটি নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশ কারা পাঠিয়েছেন ও কীসের ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে সেটা নিয়ে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে। রামনগর কোলিয়ারীর বাসিন্দা বিমান মন্ডল জানান গত ৯ ই অক্টোবর সেইল ম্যানেজম্যান্টের এলাকায় সার্ভে করা হয় পারিবারিক স্ট্যাটাস নিয়ে কিন্তু তাদের কাছে কোন নোটিশ না থাকাতে গ্রামবাসীরা রাজি হয় না তখন একটা নোটিশ পাঠানো হয় ১৫ অক্টোবর তারিখে এবং পরবর্তী নোটিশ ২২ তারিখে পাঠানো হয় ৯ অক্টোবর তারিখ দিয়ে এবং প্রত্যেকটা নোটিশ সাদা কাগজের উপর লেখা। এই ব্যাপারে সেইল ম্যানেজম্যান্টের সাথে যোগাযোগ করা হলে তারা কিছু জানাতে অপারগ বলে দিলেন, তাদের দাবি নোটিশ পাঠানোর উদ্দেশ্য অবিলম্বে জানাতে হবে।






Leave a Reply