



পাবলিক নিউজঃ কাঁকসা:-বৃষ্টির জেরে বেহাল হয়ে পড়েছে কাঁকসার রেলপার থেকে পলাশডাঙা গ্রামে যাওয়ার রাস্তা।রাস্তার মাঝেই রয়েছে একটি কালভার্ট।সেই কালভার্টের উপর দিয়ে নিত্যদিন বালি বোঝাই যানবাহন চলাচলের ফলে রাস্তার অবস্থা এতটাই বেহাল যে ঐ রাস্তা দিয়ে মানুষ হেঁটে পারাপার করবে তার কোনো জায়গা নেই।স্থানীয়দের অভিযোগ নিত্যদিন বালি বোঝাই করা ট্রাক্টর ওই রাস্তা দিয়ে যাতায়াত করে।এমনিতেই রাস্তার বিভিন্ন জায়গা বেহাল।তার উপর একটি কালভার্টের উপর এতটাই বেহাল হয়ে পড়েছে যে যাতায়াত করতে সমস্যায় পড়তে হোচ্ছে এলাকার মানুষকে।এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীর।দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।




Leave a Reply