
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– রবিবার দুপুরে কলকাতা – আসানসোল গামী শ্যামলী ভলবো গাড়ীর ধাক্কায় আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত গোধূলি মোড়ের কাছে এক মোটরসাইকেলকে ধাক্কা মারলে আহত হয় মোটরবাইক আরোগী, স্থানীয় বাসিন্দারা তাকে জেলা হাসপাতালে ভর্তি করে দেয়। রবিবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার জি টি রোডের গোধূলি মোড়ের কাছে এক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা মারলে মোটরবাইক আরোহী মোটরবাইক থেকে পড়ে গিয়ে আহত হয়, হেলমেট পড়া অবস্থায় থাকলেও পড়ে গিয়ে হেলমেট খুলে গিয়ে মাথায় আঘাত লেগে অচৈতন্য হয়ে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে টোটো করে জেলা হাসপাতালে ভর্তি করে।



নিমেষের মধ্যে এলাকায় জ্যাম লেগে যায় খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ, ট্রাফিক ওসি ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের শান্ত করে রাস্তা গাড়ী চলাচলের জন্য রাস্তা খালি করে দেয়। আহত ব্যাক্তির পরিচয় জানা যায় নি। স্থানীয় বাসিন্দা মহঃ শাহিদ জানান মোটরবাইক আরোহী রাস্তার কিনারা ধরে যাচ্ছিল সেই সময় কলকাতা থেকে আসা শ্যামলী ভলবো বাস ধাক্কা মারলে বাইক আরোহী মোটরবাইক থেকে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে যায় আহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায় নি তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply