
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– ২২ শে সেপ্টেম্বর থেকে আসানসোলের পোলো গ্রাউন্ডে ইনটারন্যাশনাল ট্রেড ফেয়ার শুরু হয়েছে এই মেলা আগামী ৮ ই অক্টোবর পর্যন্ত চলবে বলে জানান ফেয়ারের আয়োজক সংস্থা। আয়োজক সংস্থার সদস্য মিঃ গুপ্তা জানান শাড়ী থেকে শুরু করে ঘর সাজাবার সব রকমের জিনিস পাওয়া যাবে, বাংলাদেশের জামদানী শাড়ি থেকে সুদূর দুবাইয়ের বিভিন্ন ধরনের খাবার ও ফল, কার্পেট ও ঘর সাজাবার সব রকমের জিনিস, জ্যোতিষ চর্চার জিনিসও মেলাতে পাওয়া যাবে। হাতে তৈরী ঘরোয়া জিনিস সহ নানা ধরনের জিনিসপত্র আনা হয়েছে। মেলা প্রত্যেকদিন দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলবে বলে জানা গেছে মেলা কমিটির পক্ষ থেকে।



Leave a Reply