

পাবলিক নিউজঃ ডেস্ক / অলোক চক্রবর্তী জামুড়িয়া ও আসানসোল:– পতাকা টাঙানোর লোহার রড তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ঠিকা কর্মীর। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ইসিএলের জামবাঁধ কোলিয়ারির খোলামুখ কয়লাখনিতে। অন্ডাল থানার হরিপুরের গাইঘাটার বাসিন্দা মৃত ঠিকা কর্মীর নাম প্রবীণ কুমার শর্মা (৪০)। মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ঐ ঠিকা কর্মীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অন্ডালের বাসিন্দা প্রবীণ কুমার শর্মা ইসিএলের জামবাঁধ কোলিয়ারির খোলামুখ কয়লাখনিতে ঠিকা কর্মী হিসাবে কাজ করতেন। সোমবার বিকেলে তিনি কোলিয়ারিতে পতাকা টাঙানোর জন্য মাটিতে পুঁতে রাখা লোহার রড তুলছিলেন। টানাটানি করে নাড়িয়ে সেই রড তোলার সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে তা লেগে যায়। তাতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ঠিকা কর্মী। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায় এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।


Leave a Reply