কালাঝড়িয়ার বৈতরণীর ধোঁয়াতে দূষণ ছড়াচ্ছে গ্রামে।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– ২০১৮/১৯ সালে কালাঝড়িয়ার শশ্মানে এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ করে তৈরী করা বৈদ্যুতিক চুল্লী বৈতরণী দেড় বছর পর থেকে চুল্লী রক্ষণাবেক্ষণের অভাবে গ্রামে মৃতদেহ পোড়ানোর ধোঁয়াতে গ্রামে দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর। কালাঝড়িয়া গ্রামের প্রাক্তন কাউন্সিলর ধর্মদাস মাজির ছেলে অভিযোগ করছেন ২০১৮/১৯ সালে তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারির কাছে তার পরিবার মেয়রকে আবেদন করেন এখানে কাঠের চিতার বদলে বৈদ্যুতিক চুল্লী করতে সেই আবেদনে সাড়া দিয়ে মেয়র এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ করে বৈদ্যুতিক চুল্লী বৈতরণী তৈরী করা হয়।

প্রথম দেড় বছর খুব ভালো ভাবে রক্ষণাবেক্ষণ করতো কিন্তু করোনার পর থেকে রক্ষণাবেক্ষণের অভাবে গ্রামে মৃতদেহ পোড়ার ধোঁয়াতে প্রচন্ড দূষণ ছড়াচ্ছে, গ্রামে প্রত্যেকের ঘরের দরজা জানালা বন্ধ করে রাখতে হচ্ছে এমনকি বাড়ীতে আত্মীয় স্বজন আসা বন্ধ করে দিয়েছে, গ্রামবাসীদের অভিযোগ তার অনেকবার মেয়রের কাছে আবেদন জানালেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি ফলে গ্রামে থাকাই কষ্টদায়ক হয়ে গেছে। গ্রামবাসীদের দাবি অবিলম্বে বৈতরণীর সঠিক রক্ষণাবেক্ষণ করে দূষণ ছড়ানো নিয়ন্ত্রণ করতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts