

পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-আগামী সোমবার বিশ্বজুড়ে পালিত হবে নবীদিবস।কাঁকসা তেও ইসলাম ধর্মের মানুষরা নবী দিবস উপলক্ষে আনন্দে মেতে উঠবেন ওইদিন। নবী দিবসের উৎসবে যাতে কোনরকম সমস্যা না হয় এবং আসন্ন নবী দিবস যাতে ধুমধামে পালিত হয়। সেই বিষয়ে শনিবার কাঁকসা থানায় একটি সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন কাঁকসার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম রা। কাঁকসা দানবাবা সেবা কমিটির সদস্যরা, কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা, সহ প্রশাসনিক আধিকারিকরা।

এদিন বৈঠক শেষে দান বাবা সেবা কমিটির সদস্য,তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু খান জানিয়েছেন, কাঁকসা ব্লকে সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে তারা একে অপরের উৎসবে আনন্দ উপভোগ করেন। এটাই কাঁকসার ঐতিহ্য। আগামী সোমবার কাঁকসার দানবাবা মাজার থেকে একটি শোভাযাত্রা বের হবে।


সেই শোভাযাত্রায় ইসলাম ধর্মের মানুষরা ছাড়াও অন্যান্য ধর্মের মানুষেরাও যোগ দেবেন। সেই শোভাযাত্রা কিভাবে সম্পন্ন হবে সেই বিষয় নিয়ে প্রশাসনিক ভাবে আলোচনা করার পাশাপাশি সোমবার,দিন ভোর নবী দিবসকে সামনে রেখে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন সর্বদা সতর্ক থাকবে এবং তাদের সাহায্য করবে বলে জানিয়েছেন।

Leave a Reply