
পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-বর্তমান সমাজে অধিকাংশ মানুষের মধ্যে হৃদরোগে আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়ছে।পাশাপাশি অনেক মানুষ আছেন যারা নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা সময়মত করান না।তাদের কথা মাথায় রেখে সোমবার পানাগড় বাজার লায়ন্স ক্লাব প্রাঙ্গনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এই স্বাস্থ্য শিবিরে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান।এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হার্টের চিকিৎসা,ইসিজি, সুগার পরীক্ষা করা হয়।

এদিন দুপুর ১টা নাগাদ
ক্লাবের সদস্যরা জানিয়েছেন,সারা বছর তারা সেবামূলক কাজ করে থাকেন।তবে এবার তারা সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে হার্টের চিকিৎসার জন্য ক্যাম্পের আয়োজন করেছেন।পাশাপাশি সুগার পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করেছেন।কেউ হৃদ রোগে আক্রান্ত ধরা পড়লে তার চিকিৎসার বিষয়ে আগামীদিনে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন।

Leave a Reply