ক্ষতিপূরণের দাবিতে দুই রাজনৈতিক দলের কারখানার গেটে বিক্ষোভ।

আলোক চক্রবর্তী/পাবলিক নিউজঃ ডেস্ক কুলটি :-সোমবার সকালে কুলটিতে ইস্কো স্টীল গ্রোথ কোম্পানির পাঁচিলের বাইরে দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত এবং একজনকে ভর্তি করেন। ঘটনা জানার পর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী এবং বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী মৃত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করেন।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী জানান কারখানার সুরক্ষা কর্মী সিআইএসএফ অন্যায়ভাবে একজনকে পিটিয়ে হত্যা করেছে তাদের কোন অধিকার নেই তাদের বিচার করার জন্য আদালত আছে পুলিশ প্রশাসন আছে তাদের দাবি মৃতর পরিবারকে দশ লক্ষ টাকা এবং একটা চাকরি ও আহত যুবকের পরিবারকে তার চিকিৎসার খরচ বহন করতে হবে। যতদিন না তাদের দাবি মানা হচ্ছে ততদিন তাদের ধর্ণা বিক্ষোভ চলবে। অন্যদিকে বিজেপির ধর্ণা মঞ্চে বাপ্পা চ্যাটার্জীর সাথে কুলটির বিধায়ক পরেশ পোদ্দার, রাজ্য নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি জানান তাদের দাবি দুই পরিবারকে আর্থিক সহায়তা করতে হবে এবং সঠীক তদন্ত করে দেখতে হবে কারা দায়ী।

শোনা যাচ্ছে পুলিশের মারের কারণে মারা গেছে এর জবাবে বাপ্পা চ্যাটার্জী জানান তদন্ত করে দেখতে হবে কারা দোষী এবং তাদের শাস্তির দাবি করার পাশাপাশি দুই পরিবারকে আর্থিক সহায়তা ইস্কো কতৃর্পক্ষ এবং প্রশাসনকে যৌথভাবে করতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts