দুর্গাপুজো শুধু নয় , দুর্গাপুরের শ্যামা পুজোও নজর কাড়ে । শ্যামা পুজো নিয়ে মেতে ওঠে দুর্গাপুর প্রতি বছর

পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:- দুর্গাপুজো শুধু নয় , দুর্গাপুরের শ্যামা পুজোও নজর কাড়ে । শ্যামা পুজো নিয়ে মেতে ওঠে দুর্গাপুর প্রতি বছর । তবে সবাইকে তাক লাগিয়ে দেয় সগড়ভাঙা মাঝেরমোড় ক্লাব অ্যাম্বিশন । গতবার পশ্চিম বর্ধমান জেলাকে চমকে দিয়েছিল ক্লাব অ্যাম্বিশন , তাদের থিম ছিল টুইন টাওয়ার ।

তবে শুধু প্যান্ডেলে নয় আলোক সজ্জা তে নজড় কারে ক্লাব অ্যাম্বিশন । ক্লাবের সম্পাদক আশিষ কেশ বলেন এবছর আমাদের শ্যামা পুজো ২৭ তম বছরে পা দিল । বএবছর বাজেট ২২ লক্ষ টাকা ।
শনিবার সকাল ১১ টায় খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা মেয়র অপুর্ব মুখোপাধ্যায় , দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা , ক্রীড়াবিদ সীমা দত্ত চট্টোপাধ্যায় । প্রথা মেনে আজকে শ্যামা পুজর খুঁটি পুজো হয় ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts