

আলোক চক্রবর্তী /পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :-গত মাসে কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে নির্মমভাবে খুন ও হত্যা করার পর সারা দেশ জুড়ে খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন বিভিন্ন সংঘটন। শণিবার আসানসোল গীর্জা মোড় থেকে বাজার কলকাতা পর্যন্ত বিক্ষোভ মিছিল বার করেন জেলা শিক্ষক সমাজ। মিছিলে শিক্ষক তথা কাউন্সিলর অশোক রুদ্র জানান আর জি কর হাসপাতালে এক চিকিৎসককে নির্মমভাবে খুন ও হত্যা করা হয়েছে, খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জেলা শিক্ষক সমাজ আজ রাজপথে নেমেছেন তাদের দাবি অবিলম্বে অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতি দেওয়া হোক এবং সারা ভারতে ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক। উপস্থিত ছিলেন রাজীব মুখার্জী, উদেশ চক্রবর্তী মুকেশ ঝা, সৌম্যদীপ ,গান্ধী প্রসাদ মুনিয়া হিমাদ্রিশেখর এবং জয়দেব বিশ্বাস

Leave a Reply