

আলোক চক্রবর্তী /পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :-শুক্রবার সকালে সুকান্ত ময়দানে আসানসোল পৌরনিগমের ৪ নং বরোর ভগ্নপ্রায় দপ্তরের নবনির্মিত দপ্তরের উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, কাউন্সিলর জিতু সিং, উৎপল রায় সহ বিভিন্ন কর্মীরা। মেয়র বিধান উপাধ্যায় জানান তিনি ৪ নং বরোর দপ্তরে এসেছিলেন কিন্তু বরো অফিসের ভগ্নপ্রায় দশা তার মধ্যে কয়েকটি ঘরকে নতুনভাবে তৈরি করা হয়েছে সেগুলোর উদ্বোধন করলেন তাছাড়া বরো দপ্তর ঘুরে দেখলেন। ৪ নং বরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি জানান আগে বরো দপ্তরের জীর্ণ দশা ছিল সেটা কে ২১ লক্ষ ৬৫ হাজার টাকা খরচ করে নতুন রুপ দেবার পর মেয়র উদ্বোধন করলেন। মেয়র বরো দপ্তরের স্যানিটারী, জল দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করলেন সেখানে বরোকে আরো সুন্দর ভাবে চালাতে এবং এলাকাবাসীদের অসুবিধাগুলো দ্রুত সমাধান করা নিয়ে আলোচনা হয়। বরো দপ্তরের সামনে মহিলা হোষ্টেলের জরাজীর্ণ অবস্থা দেখে তিনি কমিশনারের সাথে কথা বলে হোষ্টেল কে নতুনভাবে তৈরি করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান আসানসোল পৌরনিগমের মেয়র।

Leave a Reply