পুলিশ দিবসে উখড়া পুলিশ ফাঁড়িতে চক্ষু পরীক্ষা শিবির।

আলোক চক্রবর্তী আসানসোল:-১ লা সেপ্টেম্বর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উখড়া আউট পোস্টে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে পাণাগড় বাজার লায়ন্স ক্লাবের হাসপাতালের চিকিৎসক ডাঃ শুভাশিস জানা, ডাঃ এ কে বসু, ডাঃ দিলনসী পারবিন ৫০ জনকে চক্ষু পরীক্ষা করলেন। শিবিরে উপস্থিত সার্কেল ইন্সপেক্টর পিন্টু মুখার্জি জানান ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হবার পর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের স্থাপন করা হয় এবং প্রত্যেক বছর ১ লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করতে নির্দেশ দিয়েছেন আজ এই স্থাপনা দিবস উপলক্ষে বিভিন্ন থানায় বিভিন্ন রকম অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কাজ করা হচ্ছে। প্রতিষ্ঠা দিবসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে কোন রুগীর চোখের অপারেশন করার প্রয়োজন হলে তা বিনামূল্যে করা হবে। এই শিবিরে উপস্থিত ছিলেন অন্ডাল থানার আধিকারিক তন্ময় রায়, উখড়া আউটপোস্টের আধিকারিক মইদুল হক এ এস আই নাজিবুল ইসলাম সহ অন্যান্য পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts