আসানসোলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক / একাধিক বিষয়ে আলোচনা………… আসানসোল, ২২ সেপ্টেম্বরঃ

পাবলিক নিউজ ডেস্ক আসানসোল :– আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক বা ডিএম কার্যালয়ে সোমবার জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম সভাপতিত্বে একটি বৈঠক হয়। পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এই বৈঠক পশ্চিম বর্ধমানের এডিএম বা অতিরিক্ত জেলাশাসক ( উন্নয়ন) সঞ্জয় পাল, পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ শেখ ইউনুস, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, এসিএমওএইচ ও বিভিন্ন ব্লকের বিএমওএইচরা উপস্থিত ছিলেন।

বৈঠক সম্পর্কে পরে জেলাশাসক বলেন, খাদ্য সুরক্ষা বা ফুড সেফটি , টিকাকরণ, কুষ্ঠ প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, যক্ষ্মা এবং সিলিকোসিসের মতো রোগ প্রতিরোধের বিষয়েও আলোচনা করা হয়েছে। জেলাশাসক বলেন, চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ প্রতিরোধে একটি বৃহৎ পরিসরে সচেতনতামূলক প্রচার চালানো হবে। কন্যাশ্রী ক্লাবগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা করা হয়েছে। তিনি বারাবানি, জামুদিয়া এবং সালানপুরের মতো এলাকায় বিশেষ মনোযোগ দিয়ে সিলিকোসিস প্রতিরোধে বিশেষ প্রচার চালানোর আহ্বান জানান। তিনি সিলিকোসিস প্রতিরোধে কারখানার ভূমিকার উপর জোর দিয়ে বলেন যে কারখানা কতৃপক্ষ এবং মালিকদের এগিয়ে আসতে হবে। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts