আসানসোলে সিএমওএইচ অফিসে স্মারকলিপি / প্ল্যাকার্ড হাতে কমিটিনিটি হেল্থ অফিসারদের বিক্ষোভ…আসানসোল,৪

আসানসোল পাবলিক নিউজ ডেস্ক :– সেপ্টেম্বরঃ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচওরা বৃহস্পতিবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ অফিসে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। পরে তারা বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারক লিপি সিএমওএইচের কাছে জমা দেন।
এই বিষয়ে অন্ডালের কমিউনিটি হেলথ অফিসার চৈতালি রায় বলেন, পাঁশকুড়ার স্বাস্থ্য অফিসার সুস্মিতা সামন্ত মানসিক চাপের কারণে মারা গেছেন। তাকে এত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিলো যে তিনি তা সামলাতে পারেননি। যে কারণে তিনি মারা যান। তিনি আরো বলেন, আজ আমরা তার মৃত্যুর বিচার চাইতে এখানে এসেছি।

কমিউনিটি হেলথ অফিসারদের উপর যেভাবে কাজের বোঝা চাপানো হচ্ছে, তাদের উপর টার্গেট দেওয়া হচ্ছে, একেবারেই ঠিক নয়। এর ফলে কমিউনিটি হেলথ অফিসাররা ঠিকমতো কাজ করতে পারছেন না। যে কারণে তাদের দোষ দেওয়া হচ্ছে। তবে তারা রোগীর সেবা করুক বা ল্যাপটপে কাজ করুক, তাদের এই দুটি কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। এর সাথে তিনি বলেন, অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন আধিকারিকরা কমিউনিটি হেলথ অফিসারদের সাথে ঠিক ভাবে আচরণ করেন না। আমরা পরীক্ষা দেওয়ার পরে এই জায়গায় এসেছি। কারোর দয়া বা অনুগ্রহে এই চাকরি পাইনি। তবুও ঊর্ধ্বতন আধিকারিকরা আমাদের সাথে দুর্ব্যবহার করেন। তিনি বলেন, সুস্মিতা যতক্ষণ না ন্যায়বিচার পাচ্ছেন এবং কমিউনিটি হেল্থ অফিসারদের অন্যান্য দাবি পূরণ না হয়, ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts