

আলোক চক্রবর্তী/পাবলিক নিউজঃ ডেস্ক:-কয়েক দিন আগে দূর্গাপুরের সিটি সেন্টারে সিপিএমের বিমল দাশগুপ্ত ভবনে বোমাবাজি ও হামলা চালায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে অভিযোগ উঠে। ঘটনার তদন্ত শেষ হবার আগেই বিদ্যাসাগর এভিনিউতে সিপিএমের হিন্দুস্তান স্টীল এমপ্লয়িজ ইউনিয়নের কার্যালয়ে দুটো লাইট ভেঙে বিদুৎ বিচ্ছিন্ন করে শহীদ বেদীর পতাকা লাগানোর পাইপ চুরি করে কার্যালয়ের চারিদিকে দলীয় পতাকা ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ সিটু নেতার। তিনি আরো অভিযোগ করেন ঘটনা তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ অভিযোগ অস্বীকার করেছেন। সিটুর পক্ষ থেকে দূর্গাপুর থানায় অভিযোগ জানানো হবে বলে সিটুর পক্ষ থেকে জানানো হয়েছে।


Leave a Reply