
পাবলিক নিউজঃ কাঁকসা:-৯১ বছরে পদার্পন করলো কাঁকসার মাধবমাঠের সাহা বাড়ির লক্ষী মন্দিরের পুজো।এই মন্দিরে লক্ষীর সাথে তার দুই সখী জয়া বিজয়াও পুঁজিত হন।পরিবারের বধূ সুমনা সাহা জানিয়েছেন,সাহা পরিবারের পুজো হলেও লক্ষী মন্দিরের পুজোয় গোটা গ্রামের মানুষ যোগদান করেন।বুধবার রাতে পুজো শুরু হবে তার আগে সকাল থেকেই গোটা মন্দির চত্বর ফুল দিয়ে সাজিয়ে তোলার কাজ চলছে।পুজোর পাশাপাশি এলাকার মানুষকে নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি নরনারায়ন সেবার আয়োজন করা হয়ে থাকে।পরিবারের দাবি দেবী লক্ষী শুধু তাদের পরিবার নয় গোটা গ্রামের মানুষের উপর তার আশীর্বাদ করেন।তাই গ্রামে আজ পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা ঘটে নি।যারা যা মানসিক করেন তাদের সেই মানসিক পূরণ হয়।গ্রাম ছাড়াও এলাকায় একটি মাত্র লখি মন্দির আছে যার কারণে পুজোর সময় গ্রামের গ্রামের মানুষের বাড়িতেও আত্মীয়রাও আসেন লখি পুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।তবে দেবী লক্ষীর পাশে দুই সখী কেন থাকে তা স্পষ্ট ভাবে কেউ জানাতে পারে নি।






Leave a Reply