
পাবলিক নিউজঃ ডেস্ক/আলোক চক্রবর্তী আসানসোল:-বৃহস্পতিবার বিকালে হীরাপুর থানায় আগামী ১৬ সেপ্টেম্বর মুসলিম সম্প্রদায়ের ধর্ম গরুর জন্মদিন উপলক্ষে বিশাল শোভাযাত্রা বার করা হবে তার প্রাক্কালে এক আলোচনার আয়োজন করা হয়। নবী দিবস উপলক্ষে শোভাযাত্রা বার্ণপুরের জামা মসজিদ থেকে বার হয়ে বার্নপুরের বাস স্ট্যান্ডে আসবে সেখানে আরো দুটো শোভাযাত্রা আসার পর একসাথে তিনটা শোভাযাত্রা বার্ণপুরের বিভিন্ন জায়গা প্রদিক্ষন করবে। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন হীরাপুর থানার আধিকারিক সহ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ঈপ্সিতা দত্ত সহ বিভিন্ন আধিকারিকরা।

Leave a Reply