
পাবলিক নিউজঃ আসানসোল :– দেশের সব প্রান্তের পিছিয়ে পড়া হস্তশিল্পীদের এগিয়ে নিয়ে যেতে ভারত সরকারের নতুন উদ্যোগ। কেন্দ্রীয় হাউজিং এবং নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগেট পাইলট প্রজেক্ট ” সানঝা উৎসব ‘। ২১ ডিসেম্বর শনিবার থেকে এই উৎসব শুরু হল দুর্গাপুরের পলাশডিহার দুর্গাপুর হাটে। তা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত। দূর্গাপুর পুরনিগম এই উৎসব আয়োজনে সহযোগিতা করেছে।
এদিন বিকেলে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যের আইন, বিচার ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম , পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দূর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, দূর্গাপুর পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, পুরনিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা।
এই উৎসব উপলক্ষে হওয়া মেলায় দুর্গাপুর পুরনিগমের ৭০টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের পসরা নিয়ে হাজির হয়েছেন। রয়েছে কাঁথা স্টিচ, মাটির তৈরি জিনিস। এছাড়াও রকমারি হাতের তৈরি পিঠে, পাটিসাপটা সহ নানা রকমের খাবারের দোকান রয়েছে।
রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার বলেন,”যারা এই মেলায় যোগ দিয়েছে তারা সারাবছর পরিশ্রম করে। তারাই এই মেলায় অংশ নিয়েছে। এই মেলায় যাতে মানুষজন বেশি করে আসেন সেজন্য এদিন থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত নানান সংস্কৃতি অনুষ্ঠান চলবে। কলকাতার পরের স্থান এই দূর্গাপুর অধিকার করবে বলেও আশাবাদী রাজ্যের দুই মন্ত্রী।







Leave a Reply