সেফ ড্রাইভ সেভ লাইফ এবং যাত্রী সাথী নিয়ে দুটো ট্যাবালোর উদ্বোধন।

আলোক চক্রবর্তী আসানসোল :-১ লা সেপ্টেম্বর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী দুটো ট্যাবালোর উদ্বোধন করলেন। আসানসোল শহরে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে জনগণকে সচেতন করতে দুটো ট্যাবোলার উদ্বোধন করা হয় এই দুটো ট্যাবেলো আসানসোল বার্ণপুরের বিভিন্ন জায়গায় গিয়ে জনগনকে সচেতন করতে হবে যাতে তারা হেলমেট পড়ে মোটরবাইক চালায় ও সিট ব্যাল্ট বেঁধে গাড়ী চালাতে। এই পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৯১৮ টা জায়গায় প্রচার চালানো হয়েছে এবং তার ফলে গত বছরের তুলনায় এই বছর দূর্ঘটনায় মৃতুর ঘটনা কমেছে। একইসাথে রাজ্য সরকারের যাত্রী সাথী নিয়ে প্রচার করতে ট্যাবেলো বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করবে বলে জানান ট্রাফিক বিভাগের আধিকারিক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts