সাফাই কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে কংগ্রেসের ডেপুটেশন, ডেপুটি মেয়রের কাছে স্মারকলিপি জমা।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– সোমবার আসানসোল পৌরনিগমের গেটে আসানসোল পৌরনিগমের সাফাই কর্মীদের তিন দফা দাবি নিয়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব প্রসেনজিৎ পুইতুন্ডি এবং সাহ আলম খানের নেতৃত্বে বিক্ষোভ দেখান এবং মেয়রের অনুপস্থিতিতে ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের কাছে স্মারকলিপি জমা দেন। প্রসেনজিৎ পুইতুন্ডি জানান গত ২০২১ সাল থেকে আসানসোল পৌরনিগমের সাফাই কর্মীরা তাদের নুন্যতম বেতন দৈনিক ৫০০ টাকা করার দাবি জানিয়ে আসলেও ২০২৪ সাল পর্যন্ত তাদের দৈনিক বেতন বৃদ্ধি করা হয় নি, সাফাই কর্মীদের পরিবার কোন কারণে অসুস্থ হয়ে গেলে তাদের পিএফ ও মেডিক্যাল সুবিধা দেওয়া হয় না এবং ভারতীয় আইনে শ্রমিকদের সপ্তাহে একদিন সবেতন ছুটির উল্লেখ থাকলেও আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে তাদের ছুটি দেওয়া হয় না। এই তিনটি মূখ্য দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখান এবং মেয়রের অনুপস্থিতিতে ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের কাছে স্মারকলিপি জমা দিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts