

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার সকালে আসানসোল দক্ষিণ থানার কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির সদস্যরা এলাকার একমাত্র পুকুর ভরাটের প্রতিবাদে এইচ এল জি মোড় থেকে জেলা শাসক দপ্তর পর্যন্ত পদযাত্রা করে স্মারকলিপি জমা দিলেন। গোবর্ধন মন্ডল নামে এক গ্রামবাসী জানান কুমারপুর গ্রামের সর্বসাধারণের ব্যাবহার করা পুকুরের কিছু অংশ কানাইলাল শর্মা কিনে নেন এবং পুকুরের বাকি ৭৫ শতাংশ শেয়ারে গ্রামবাসীরা ব্যাবহার করে বছর খানেক আগে কানাইলাল শর্মা তার অংশে মাটি ফেলে ভর্তি করতে থাকে। কিছুদিন আগে জেসিবি এনে নির্মীয়মান আবাসনের মাটি দিয়ে পুকুর ভরাট করতে গেলে গ্রামবাসীরা বাধা দেওয়াতে তারা কাজ বন্ধ করে দেয় আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে জেলা শাসকের কাছে এসেছেন গ্রামের একমাত্র পুকুর ভরাট আটকাতে প্রশাসনের সাহায্যের জন্য।






Leave a Reply