





পাবলিক নিউজঃ আসানসোল :–কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সংবিধান প্রণেতা ডঃ বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন। এরই প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে আসানসোলে “বি আর আম্বেদকর সম্মান যাত্রা” করা হয়। সেই সঙ্গে আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের অফিসে “গণডেপুটেশন” দেওয়া হয়। প্রতিবাদ মিছিল ও সম্মান যাত্রা আসানসোলের সেনরেল রোডের এইচএলজি হাসপাতাল মোড় থেকে শুরু হয়। জেলাশাসক অফিসে তা শেষ হওয়ার পরে জেলা সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলাশাসক এস পোন্নাবলমের হাতে ডেপুটেশন তুলে দেন।





এদিনের এই প্রতিবাদে অন্যান্যদের মধ্যে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি হরজিৎ সিং, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না, জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখোপাধ্যায় , জেলা মাইনরিটি চেয়ারম্যান মহঃ শাকির ছিলেন। এছাড়াও প্রসেনজিৎ পুইতন্ডী, শশী দুবে, তপতী মুখোপাধ্যায় , শাহ আলম খান, দেবাশীষ বিশ্বাস সহ সমস্ত স্তরের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
কংগ্রেসের জেলা সভাপতি বলেন, দেশের স্বরাষ্ট্র মন্ত্রী তার মন্তব্যের জন্যে ক্ষমা না চাওয়া ও পদত্যাগ না করা পর্যন্ত সারাদেশ জুড়ে প্রতিদিন এভাবে কংগ্রেস আন্দোলন করে যাবে।


Leave a Reply