



পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বিগত ৪, ৫ ও ৬ তারিখ সারা ভারতে রেলের ট্রেড ইউনিয়নের নির্বাচনে ৩৫ শতাংশের বেশি ভোটে জয়লাভ করলো রেলওয়ে মেনস কংগ্রেস তারা আসানসোল, মালদা, জামালপুর, হাওড়া এবং সমস্তিপুর শাখায় জয়লাভ করে। বি রাউত নামে এক কর্মী জানান বিগত তিন দিন ধরে রেলের ট্রেড ইউনিয়নের নির্বাচনের ফল ঘোষণা হয় ১২ ই ডিসেম্বর সেখানে রেলের ট্রেড ইউনিয়ন মেনস কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার সকালে নির্বাচনের ফল ঘোষণা হবার পর আসানসোল স্টেশন রোডের মেনস কংগ্রেসের দপ্তরে কর্মীরা আবির খেলে বাজনার তালে নেচে উচ্ছ্বাস প্রকাশ করেন।






Leave a Reply