
পাবলিক নিউজঃ ডেস্ক আলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার দুপুরে আসানসোলে এডিডিএর গেষ্ট হাউসে রাণীগঞ্জের সিটিজেন ফোরামের প্রতিনিধিরা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার সাথে দেখা করে রাণীগঞ্জ শহরের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করলেন। রানীগঞ্জ সিটিজেন ফোরামের কার্যকরী সভাপতি গৌতম ঘটক জানান তাদের বিভিন্ন দাবি নিয়ে সাংসদের সাথে আলোচনা করা হয়েছে, মূলত তাদের দাবি ১৯০৬ সাল পর্যন্ত রাণীগঞ্জ মহকুমা হিসাবে গন্য হতো পরবর্তী কালে সেটা আসানসোলের সাথে যুক্ত করা হয় ফলে মহকুমা স্তরে কোন কাজ করতে হলে তাদের প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের দাবি রাণীগঞ্জকে পুনরায় মহকুমা হিসাবে মান্যতা দেওয়া হোক, বিভিন্ন দূরপাল্লার ট্রেনে রাণীগঞ্জ আসানসোলবাসীদের টিকিট দেওয়া হয় না ফলে শহরবাসী অসুবিধার সম্মুখীন হয়, হাওড়া যাবার জন্য সকাল সাতটার পর সুপারফাষ্ট ট্রেন না থাকার ফলে ব্যাবসায়ী থেকে সাধারণ জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয় তাই সকালের পরে বিকালের মধ্যে সুপারফাষ্ট ট্রেন দেওয়া হোক,রাণীগঞ্জ থেকে বাঁকুড়া যাবার জন্য রেললাইন ও ট্রেনের দাবি রাখা হয়।

রাণীগঞ্জ শহরে সবজির আড়ত ও মাছের জন্য আলাদা বাজার বানাবার দাবি, রাণীগঞ্জ শহরের সমস্ত রাস্তা নতুনভাবে তৈরি করার দাবী এবং সবথেকে পুরনো শহর হিসাবে রাণীগঞ্জে অডিটোরিয়াম বানাতে হবে তাছাড়া শহরের সৌন্দর্যকরন ও পরিস্কার নিয়ে আলোচনা করা হয় এবং সাংসদ তাদের প্রত্যেক দাবিকে যুক্তিসংগত বলেছেন ও চেষ্টা করছেন রাণীগঞ্জ শহরকে সুন্দর ভাবে গড়ে তুলতে তারসাথে রেলওয়ে কতৃর্পক্ষর সাথে কথা বলবেন। উপস্থিত ছিলেন আর পি খাইথান সমাজসেবী ও ব্যবসায়ী(এডভাইজার), (ওয়ারকিং প্রেসিডেন্ট )গৌতম ঘটক, (সেক্রেটারি) প্রদীপ নন্দী, (এডভাইজার) দীনেশ গুপ্তা, বলরাম দে, বিদ্যুৎ পান্ডে

Leave a Reply