মুর্শিদাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের প্রতিবাদ/ বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ………… বার্নপুর, ১৬ এপ্রিলঃ

পাবলিক নিউজ আসানসোল:–মুর্শিদাবাদে সম্প্রতি হওয়া গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় দূষ্কৃতিরা পেশায় মৃৎশিল্পী হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ।
এর প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে সরব হয়েছে বিরোধী দল বিজেপি।
বুধবার বিকেলে এই ঘটনার প্রতিবাদে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আসানসোল দক্ষিণ বিধানসভার বার্নপুরোর ত্রিবেণী মোড় রাস্তা অবরোধ করেন বিজেপির নেতা ও কর্মীরা । পালন করা হয় হিন্দু শহীদ দিবস। রাস্তার মোড়ে তৈরি করা হয় একটি শহীদ দেবী। যাতে খুন হওয়া বাবা ও ছেলের ছবি ছিলো। সেই বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
পরে বিধায়ক বলেন, গত ৮ এপ্রিল মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, তা খুবই ন্যাক্কারজনক। এক সম্প্রদায়ের দূষ্ক তাদের বাড়িতে চড়াও হয়ে কুপিয়ে খুন করেছে। শুধু তাই নয়, অনেক সনাতনী হিন্দুর বাড়িতে লুটপাট চালানো হয়েছে। পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটালো হয়েছে। পুলিশ কাউকে বাঁচাতে এগিয়ে আসেনি। তার প্রতিবাদে এদিন সমগ্র বাংলায় বিজেপি হিন্দু শহীদ দিবস পালন করছে। তিনি আরো বলেন, মুর্শিদাবাদের ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উসকানি দিয়েছিলেন। তিনি একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করছেন। পুলিশ সবকিছু দেখেও, কিছু করছে না। সেখানে হাইকোর্ট গোটা পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দেয়। তারপরে এলাকায় শান্তি ফেরার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের শাসক দলের তোষণের জন্য শুধু মুর্শিদাবাদ নয়, গোটা বাংলায় হিন্দুরা বিপন্ন। একমাত্র বাংলায় বিজেপি সরকার এলে হিন্দুরা রক্ষা পাবেন।
এদিন বিজেপির এই রাস্তা অবরোধ বিক্ষোভ প্রায় আধঘন্টার মতো হয়।
এদিকে, বিজেপি বিধায়কের নেতৃত্বে বার্নপুরে হওয়া রাস্তা অবরোধ বিক্ষোভকে কটাক্ষ করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, কারা দাঙ্গা করে, উসকানি দেয়, ধর্মের ভেদাভেদ করে রাজনীতি করে, শুধু বাংলা নয়, গোটা দেশের মানুষেরা জানেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে, মুর্শিদাবাদের ঘটনা কাদের পরিকল্পিত ও প্ররোচনায় হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts