

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– মঙ্গলবার সকাল ছটা নাগাদ কেন্দ্রীয় তদন্ত বাহিনী এন আই এ স্থানীয় থানার পুলিশকে নিয়ে ডিসেরগড় এলাকায় এক মানবাধিকার সংগঠনের নেত্রী সুদিপ্তা পালের বাড়ীতে হানা দিয়ে তার ঘর তল্লাশি করে ঘর থেকে এন্ড্রয়েড ফোন এবং কম্পিউটারের হার্ড ডিস্ক নিয়ে চলে যায়। সুদিপ্তা পাল দীর্ঘদিন ধরে খনি এলাকায় লিবারেশন ফ্রন্টের দায়িত্ব থেকে সংঘটন করে যাচ্ছেন। কেন্দ্রীয় তদন্ত বাহিনীর কাছে গোপন সূত্রের খবর সুদীপ্তা পাল সংঘটনের নামে নকশাল সংঘটনকে শক্তিশালী করার কাজ করছেন, এলাকায় থাকলেও এলাকাবাসীদের সাথে সে রকম যোগাযোগ নেই সবাই জানে তিনি মানবাধিকার সংগঠনের সাথে জড়িত এবং বিভিন্ন সেবামূলক কাজের সাথে জড়িত। সুদীপ্তা পাল জানান মঙ্গলবার সকালে কেন্দ্রীয় তদন্ত বাহিনীর অফিসার সার্চ ওয়ারেন্ট এনে বাড়ী তল্লাশি করার নামে সব জিনিসপত্র তছনছ করে তার ফোন এবং কম্পিউটারের হার্ডডিস্ক নিয়ে চলে গেছে। তার দলীয় কর্মসূচির বক্তৃতা লিপিবদ্ধ করা রয়েছে হার্ডডিস্কে ফলে অসুবিধার সম্মুখীন হতে হবে। কেন্দ্রীয় সরকারের তদন্ত বাহিনী সহ পুলিশের হানাতে এলাকায় উত্তেজনা ছড়ায় এলাকায় কানাঘুষো হতে থাকে প্রায় দু’ঘন্টা পর এন আই ও পুলিশ বাহিনী চলে যায়।




Leave a Reply