ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনার তদন্তে মিললো সূত্র / আসানসোলে উদ্ধার পাঁচটি চোরাই মোটরবাইক, ধৃত ১

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল শহরে এক ফার্নিচার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় উদ্ধার হয়েছিলো একটি নম্বর বিহীন মোটরবাইক। সেই মোটরবাইকের সূত্র ধরে সোমবার আসানসোল শহরের মহিশীলা কলোনি থেকে উদ্ধার হলো আরো পাঁচটি চোরাই মোটরবাইক। গ্রেফতার করা হয়েছে শুভ্রনীল ঘোষ ওরফে অমিত নামে এক যুবককে। ধৃত এই যুবক ” মাস্টার কি বা চাবি” ব্যবহার করে এই পাঁচটি মোটরবাইক আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা থেকে চুরি করতো বলে প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে।
সোমবার বিকেলে আসানসোলের পুলিশ লাইন সংলগ্ন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপির (সেন্ট্রাল ১) অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই চোরাই চক্রের হদিশ পাওয়ার বিষয়টি সবিস্তারে জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি( সেন্ট্রাল ১) বিশ্বজিৎ নস্কর। তিনি আরো বলেন, গত ২৪ জানুয়ারি আসানসোলের নর্থ হিল ভিউ এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার একটি ঘটনা ঘটেছিলে। সেই ঘটনায় পুলিশ চারজনক গ্রেফতার করা হয়েছিলো। যাদের মধ্যে একজন ছিলেন অখিলেশ সিং। তার কাছ থেকে নম্বর প্লেটবিহীন একটি বাইক উদ্ধার করা হয়েছিলো। এরপর তদন্ত করতে নেমে দেখা যায় সেই বাইকটি ২০২৪ সালের ডিসেম্বর মাসে আসানসোল উত্তর থানার কাল্লা হাসপাতাল এলাকা থেকে চুরি হয়েছিল। এরপর অখিলেশ সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন জানা যায় যে সে আসানসোলের মহিশীল কলোনির বাসিন্দা শুভ্রনীল ঘোষ ওরফে অমিত নামে এক যুবকের কাছ থেকে এই বাইকটি কিনেছিল। তিনি আরো বলেন, সোমবার পুলিশের একটি দল মহিশীলা কলোনি এলাকায় অভিযান চালিয়ে শুভ্রানীল ঘোষ ওরফে অমিতকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় অমিত আরও পাঁচটি চুরি করা বাইকের কথা বলে। এরপর তার বলে দেওয়া জায়গা থেকে সেই পাঁচটি বাইক উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অমিত স্বীকার করেছে যে সে একাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা থেকে বাইক চুরি করত। এদিন উদ্ধার হওয়া বাইকগুলির মধ্যে একটি কুলটি থানা এলাকা থেকে বেশ কিছুদিন আগে চুরি হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। অমিত ” মাস্টার কি বা চাবি” র সাহায্যে এই সব বাইক চুরি করতো বলে জানিয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে সে যে কথাগুলো বলেছে, সেগুলো কতটা সত্যি তা যাচাই করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts