

আলোক চক্রবর্তী/ বার্ণপূর :সোমবার রাত্রে হীরাপুর থানার স্কোব গেটের কাছে গাছ পড়ে গিয়ে দীর্ঘক্ষন রাস্তা বন্ধ থাকাতে সাধারণ জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয়। খবর পেয়ে ৭ নং বরোর চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী, কাউন্সিলর গুরমিত সিং ঘটনাস্থলে পৌঁছান। শিবানন্দ বাউড়ী জানান স্কোব গেটের কাছে একটা গাছ পড়ে গিয়ে দীর্ঘক্ষন রাস্তা বন্ধ থাকার ফলে যাতায়াতের অসুবিধা হয় তিনি খবর পেয়ে ইস্কো কতৃর্পক্ষর সাথে কথা বলেন গাছ কেটে রাস্তা পরিস্কার করে দেবার জন্য কারণ এটা কারখানার দায়িত্ব এলাকায় কোন অসুবিধা হলে জরুরী ভিত্তিতে সেই কাজ করা কিন্তু তার আগেই হীরাপুর থানার আধিকারিক লোক দিয়ে গাছ কেটে রাস্তা পরিস্কার করে দিয়েছেন হীরাপুর থানার আধিকারিককে ধন্যবাদ জানান।



Leave a Reply