বার্নপুর স্টেশন রোড টিএমসি পার্টি অফিসের সামনে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, ও আসানসোল পৌর নিয়মে মেয়র বিধান উপাধ্যায়

রক্তদান শিবিরে উপস্থিত রাজ্যের মন্ত্রী ও আসানসোল পৌর নিগমের মেয়র

আসানসোল: আসানসোল পৌর নিগমের 78 নম্বর ওয়ার্ড পরোপিতা অশোক রুদ্রের নেতৃত্বে বার্নপুর স্টেশন রোড তৃণমুল পার্টি কার্যালয় সামনে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে রাজ্যের আইন ও বিচার এবং শ্রম  মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন । আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসি মূল হক, ডেপুটি মেয়র ও পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, বরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্তি ছিলো।
এখানে 50 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এই উপলক্ষে, মলয় ঘটক অমরনাথ চ্যাটার্জি বিধান উপাধ্যায় ওয়াসিম উল হক অভিজিৎ ঘটক সকলেই এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন যে রক্তের অভাবে কারো জীবন না যাক এবং আমাদের রাজ্য সরকার যেভাবে কাজ করছে এই ধরনের বিভিন্ন রক্তদান শিবির আয়োজন করছে আমাদের রাজ্য সরকার এবং আমাদের দল। তার জন্য মানুষের অনেক প্রাণহানি থেকে বাঁচতে পারছে। রক্ত কোনো বিকল্প নয় তাই রক্তদান শিবির হওয়া উচিত আমরা সাধুবাদ জানাচ্ছি আমাদের কর্মীদেরকে আমাদের দলের নেতাদেরকে যারা এই ধরনের অনুষ্ঠান করে।  সেজন্য রক্তদানের খুব প্রয়োজন। অশোক রুদ্র বলেন এই রক্তদান উৎস আমরা প্রত্যেক বছর করি এবং মানুষের জন্য সমস্ত সময় আমরা প্রস্তুত থাকি। সাহায্যের হাত বাড়াবার জন্য তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা এই রক্তদানের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারই নির্দেশে এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি এর ছাড়াও সারা বছর আমরা সামাজিক মূল্য কাজ করি এবং নিজের বিভিন্ন ওয়ার্ডে রাজ্য সরকার আসানসোল পৌর নিগমের সাহায্যে অনেক মানুষের কাজ করি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts