বাদনা পরবে বাজনার তালে পা মেলালেন বিধায়িকা।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার সকালে আসানসোল দক্ষিণ বিধানসভার পেটো সালবনিতে আদিবাসী সম্প্রদায়ের গ্রামে বাদনা উৎসবে আদিবাসীদের ধামসা মাদল বাজনায় পা মেলালেন বিধায়িকা অগ্নিমিত্র পাল। বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান বাদনা পরবে তিনি আসানসোল দক্ষিণ বিধানসভায় কয়েকটা আদিবাসী গ্রাম আছে সেখানে তারা বাদনা পরব উপলক্ষে নাচগান করছে তিনি বাদনা পরবে পেটো সালবনি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের জনগণকে একটা ধামসা দু’টো মাদল উপহার সরুপ দেওয়া হয়েছে এবং তাদের আনন্দে অংশগ্রহণ করে তাদের বাজনার তালে তাদের সাথে পা মেলালেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts