


পাবলিক নিউজঃ অন্ডাল:– বাড়ির পাশে কুয়ো থেকে উদ্ধার হল নিখোঁজ বালকের মৃতদেহ। মৃতের নাম জিৎ সিং (১৪)। বহুলা শিব মন্দির এলাকার ঘটনা। বৃহস্পতিবার অন্ডাল থানার বহুলা শিব মন্দির এলাকার বাসিন্দা দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া হয় টিভি দেখাকে কেন্দ্র করে।

ঘটনার পর রাগে অভিমানে বড় ভাই জিৎ সিং বাড়ি থেকে চলে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পর পরিবারের লোকেরা তার খোঁজ শুরু করে। শুক্রবার বিকেল চারটে নাগাদ বাড়ি কাছে কুয়ো থেকে জিতের মৃতদেহ উদ্ধার হলো। খবর পেতে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ আধিকারিক । তারপরে মৃতদের উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পুলিশ নয়।


জিতের দেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় হয়। মৃত নাবালকের বাবা অজয় সিং জানান দুই ভাইয়ের মধ্যে টিভি দেখাকে কেন্দ্র করে ঝগড়া হয়েছিল। কিন্তু তার পরিণতি যে এরকম হবে তা কল্পনাও করেনি তিনি। ঘটনাটি ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া। পুলিশ মৃতদেহকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
Leave a Reply