
পাবলিক নিউজঃ কাঁকসা-:প্রায় ৩০ ঘন্টা পর আজ সকাল ৮টা নাগাদ উদ্ধার হলো কাঁকসার সিলামপুরে জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ।কাঁকসার সিলামপুরে কালি পুজোর রাতে একটি সায়রে তলিয়ে গিয়েছিল ওই যুবক।গতকাল তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তাকে উদ্ধার করা যায় নি।আজ সকালে স্থানীয়রা দেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।মৃতের নাম প্রদ্যুৎ বাগদি।তার বাড়ি কাঁকসার আড়া এলাকায়।মামার বাড়ি বেড়াতে এসে ওই যুবক জলে তলিয়ে গিয়েছিল বলে জানা গেছে।




Leave a Reply