


পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– রবিবার রাত্রে পুরনো রামকৃষ্ণ মিশনের কাছে কয়েকজন দুস্কৃতি হামলা চালায় তারা পেট্রোল পাম্পের কর্মীদের মারধোর করে বলে জানা যায়। তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা রাজু ওয়ালিয়া অভিযোগ করেন কয়েকজন যুবক প্রত্যেকদিন রাত্রে পেট্রোল পাম্পে গিয়ে কর্মীদের বিভিন্ন ভাবে উক্তত করে এবং রবিবার তারা কর্মীদের মারধোর করে।তিনি জানান দুস্কৃতিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দিতে হবে এইভাবে অত্যাচার করা যাবে না। পুলিশ প্রশাসন সিসি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছেন।





Leave a Reply