

পাবলিক নিউস ডেস্ক/আলোক চক্রবর্তী আসানসোল:-১ লা সেপ্টেম্বর পুলিশ ডে উপলক্ষে আসানসোলের পুলিশ লাইনে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ফুটবল প্রতিযোগিতায় পুলিশ আধিকারিক এবং পুলিশ কনস্টেবলরা অংশগ্রহণ করে। ফুটবল প্রতিযোগিতা শুরু হবার আগে পুলিশের উচ্চ আধিকারিককে গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয়। সাহসী কাজ ও ভালো কর্মদক্ষতার জন্য পুলিশ অফিসারদের সম্মানিত করা হয়। ফুটবল প্রতিযোগিতার শেষে বিজয়ী টীম এবং সমস্ত খেলোয়াড়দের পুরস্কৃত করেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। পুলিশ ডে ও আসানসোল দুর্গাপুর কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার আসানসোলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে ট্রাফিক নিয়ম সম্পর্কে মানুষকে সচেতন করতে একটি সচেতনতা র্যালি বার করা হয়। এদিন এক অনুষ্ঠানে আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ সেই র্যালিকে সবুজ পতাকা দেখিয়ে শুভ সূচনা করেন। ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন করতে এই র্যালির আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের আধিকারিক ও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। ” সেফ ড্রাইভ সেভ লাইফ” র ও “যাত্রী সাথী ” নামে দুটি ট্যাবলো রয়েছে। যা আসানসোল ও বার্নপুর এলাকায় ঘুরে বেড়াবে এবং মানুষকে ট্র্যাফিক নিয়ম সম্পর্কে সচেতন করবে।
এদিন পুলিশ ডে উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে পুলিশ লাইন ময়দানে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই খেলায় পুলিশ কমিশনারেটের আধিকারিক ও কর্মীরা অংশ নেন। পুলিশের টিমের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পুলিশ কমিশনার সহ পুলিশ কমিশনারেটের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশ ডে উপলক্ষে এদিন সেবা প্রদানের জন্য বেশকিছু পুলিশ আধিকারিককে সম্মানিত করা হয়।

Leave a Reply