

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার দুপুরে আসানসোল পৌরনিগমের মেয়রের কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে স্মারকলিপি দিতে আসেন আসানসোল দক্ষিণ কংগ্রেস সভাপতি সাহ আলম খানের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা কিন্তু মেয়র না থাকাতে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জীর কাছে অভিযোগ সম্বলিত স্মারকলিপি জমা দিলেন। জাতীয় কংগ্রেসের রাজ্যের সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি জানান আসানসোল পৌরনিগমের ৪৬ এবং ২১ নং ওয়ার্ডের তিনটা পুকুর অবৈধভাবে ভরাট করে সেখানে প্লটিং করে বিক্রি করার উদ্দ্যোগ নিচ্ছে কিছু অসাধু ব্যাক্তিরা।তিনি জানান শুধু পুকুর নয় পরিত্যক্ত পাথড় খাদান পর্যন্ত ভরাট করা হচ্ছে একদিকে মূখ্যমন্ত্রী পুকুর ভরাট করার বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেবার বার্তা দিচ্ছেন অন্যদিকে স্থানীয় নেতৃত্বর সহযোগিতায় অবৈধভাবে পুকুর থেকে খাদান ভরাট করে বিক্রি করা হচ্ছে। আসানসোল জাতীয় কংগ্রেসের সাউথ ব্লকের সভাপতি সাহ আলম খান জানান আসানসোল পৌরনিগমের দুটো ওয়ার্ডে অবৈধভাবে পুকুর ভরাট করে বিক্রি করা হচ্ছে, আসানসোল পার্কিং জোনে অন্যায় ভাবে পয়সা আদায় করা হচ্ছে ইতিপূর্বেই আসানসোল পৌরনিগমের কতৃপক্ষকে জানানো হয়েছিল কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয় নি। প্রসেনজিৎ পুইতুন্ডি জানান আসানসোল পৌরনিগমের মেয়র ও চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং এরপরে জেলা শাসক এবং এডিএম এল আরের কাছে পুকুর ভরাট নিয়ে অভিযোগ জানানো হবে এবং তাতে কোন পদক্ষেপ গ্রহণ না করলে রাস্তা অবরোধ করা হবে। অন্যদিকে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান কংগ্রেসের পক্ষ থেকে ভুড়িভুড়ি অভিযোগ জমা করেছে পৌরনিগমের পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে দরকার পড়লে বিএল আর ও দপ্তরে খোঁজ নেওয়া হবে এবং অন্যান্য অভিযোগ নিয়ে তদন্ত করার পর পদক্ষেপ গ্রহণ করা হবে।






Leave a Reply