

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বারোটা দিন ধরে নিঁখোজ পান্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামের ১০ বছরের যমজ বোন পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানালেও তাদের কাছে দুদিন, চার দিন সময় চাওয়া হচ্ছে বুধবার সারা বাংলা বাউড়ী সমাজের সদস্যরা বাধ্য হয়ে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার দপ্তরে স্মারকলিপি জমা দিলেন। মুচিরাম ধীবর নামে পশ্চিম বাংলার বাউড়ী সমাজ কল্যান সংঘটনের চেয়ারম্যান ক্ষোভের সাথে পুলিশের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানান বারোদিন ধরে যমজ বোন নিখোঁজ পুলিশ প্রশাসনের গোয়েন্দা দপ্তর থেকে প্রশাসনের সব দপ্তর অসহায় তারা শুধুমাত্র সময় চেয়ে মেয়েগুলোর পরিবারকে আশ্বাস দিচ্ছেন কিন্তু কোন খোঁজ দিতে ব্যার্থ তাদের দাবি অবিলম্বে মেয়েগুলোকে উদ্ধার না করা গেলে তারা রাস্তা অবরোধ সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন।






Leave a Reply