
পাবলিক নিউজ ডেস্ক :–১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন ইন্দিরা সরকার দেশে জরুরি অবস্থা জারি করে এবং জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়। দেশে জরুরি অবস্থা জারির ৫০ বছর পূর্ণ হওয়ার জন্য বুধবার, তার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিজেপি সংবিধান হত্যা দিবস পালন করে।
এদিন সন্ধ্যায় সংবিধান হত্যা দিবস উপলক্ষে ” গনতন্ত্র বাঁচাও সংকল্প সভা ” নামে আসানসোলের বার্নপুরের ত্রিবেণী মোড় থেকে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার তরফে একটি মিছিল বার করা হয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল, কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ বিজেপির কর্মী ও সমর্থকেরূ এই মিছিলে অংশ নেন। ত্রিবেণী মোড় থেকে শুরু হয়ে এই মিছিল স্টেশন রোড, বারি ময়দান, হিরাপুর থানা সহ বিভিন্ন এলাকা ঘুরে বার্নপুর বাসস্ট্যান্ডের কাছে শেষ হয়। সেখানে একটি সভা হয়। সেই সভায় বিজেপি নেতারা দেশে জরুরি অবস্থা জারির তীব্র নিন্দা করেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্তের সমালোচনা করেন। এছাড়াও, দেশে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বিজেপি নেতৃত্বর তরফে।










Leave a Reply