


পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল শিল্পাঞ্চলের চিত্তরঞ্জন শহরের প্রসিদ্ধ স্কুল দেশবন্ধু মহাবিদ্যালয়, দীর্ঘদিন ধরে তার সংস্কার না হবার কারণে স্কুলের ভগ্নদশা হয়ে যাওয়ায় বিধায়ক বিধান উপাধ্যায় সাংসদ শত্রুঘ্ন সিনহাকে স্কুল ভবন সংস্কারের জন্য পয়সা বরাদ্দের আসবে করেছিলেন সেই আবেদনে সাড়া দিয়ে সাংসদ শত্রুঘ্ন সিনহা সাংসদ ফান্ড থেকে ৩০ লক্ষ টাকা অনুমোদন করেছিলেন, সেই টাকায় ভগ্নপ্রায় বিদ্যালয়ের সংস্কার করে দোতলা বানানো হয়েছে। শণিবার সকালে সেই স্কুল ভবনের উন্মোচন করলেন আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা সাথে ছিলেন স্কুলের গভর্ণীং বডির সভাপতি মুকুল উপাধ্যায়। শত্রুর সিনহা জানান স্কুল কতৃপক্ষ থেকে তার কাছে স্কুল ভবন তৈরী করার জন্য সাংসদ তহবিল থেকে পয়সা সাহায্যের জন্য আবেদন করাতে তিনি ৩০ লক্ষ টাকা অনুমোদন করেছিলেন।










Leave a Reply