

পাবলিক নিউজঃ দূর্গাপুর :– ডিভিসির জল ছাড়া নিয়ে ফের কেন্দ্রকে বিধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বাঁকুড়ার বড়জোড়ার সীতারামপুর এলাকা পরিদর্শন করে রাজ্য যুব আবাসনে দুর্গতদের কাছে আসেন তিনি, তুলে দেন ত্রাণ।


আর এখানেই তিনি বললেন রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, আর মানুষের সমস্যা মানুষের নিয়ে ভাবুক কেন্দ্র তা না করে কেন্দ্র রাজ্যকে না জানিয়েই জল ছাড়ছে প্রতিশোধ নিতে, আসলে ডিভিসিকেও বেসরকারিকরণের চেষ্টা করছে কেন্দ্র, আর এতে মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত বাড়ছে।
দুর্গাপুর ব্যারেজে এসে বড়জোড়ার সীতারামপুর অঞ্চলে আসেন মুখ্যমন্ত্রী, কথা বলেন দুর্গতদের সাথে, সাহায্য তুলে দেন দুর্গতদের হাতে, এরপর যুব আবাসন কেন্দ্রে এসেও দুর্গতদের ত্রাণ তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার বাঁকুড়ার সংসদ অরূপ চক্রবর্তী, বড়োজোরা বিধায়ক অলোক মুখার্জি সহ পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার জেলা প্রশাসনের পদস্থ কর্তারা।

Leave a Reply