তিলোত্তমার ধর্ষণকারীদের বিচারের দাবিতে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ।

আলোক চক্রবর্তী /পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :-গত ৯ আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযুক্তদের সিবিআই একমাস অতিক্রান্ত হলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে নি তাই সোমবার সকালে আদালত চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি জানান কলকাতার আর জি কর হাসপাতালের চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হলেও ত্রিশ দিন অতিক্রান্ত হয়ে গেলেও তার বিচার হলো না অন্যদিকে সুপ্রিম কোর্ট পুনরায় তিলোত্তমার খুন ও ধর্ষণ মামলা আবারও পিছিয়ে গেল। তাদের দাবি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। উপস্থিত ছিলেন প্রসেনজি পুইতুন্ডি ,আসুক রায় ,সাহা আলম ,রাহুল কুমার ,এমডি শাকির, বিশ্বনাথ অন্য কংগ্রেস নেতারা এবং কর্মীরা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts