ডিসেরগড়ে দামোদর নদীতে ট্র্যাজেডি: দুই বালক তলিয়ে গেল, উদ্ধার তৎপরতা অব্যাহত,পশ্চিম বর্ধমানের ডিসেরগড় মাজার সংলগ্ন

পাবলিক নিউজ ডেস্ক আসানসোল :– দামোদর নদীতে স্নান করতে গিয়ে দুই বালক তলিয়ে গেছে। তীব্র জলপ্রবাহের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে। কুলটি থানার পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে।শনিবার দুপুরে আসানসোল থেকে সাতজন বন্ধু ডিসেরগড় মাজারে বেড়াতে যায়। মাজার ঘুরে তারা দামোদর নদীতে স্নানের জন্য নামে। সাম্প্রতিক বৃষ্টিপাতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় দুই বালক হঠাৎ তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। কুলটি থানার পুলিশ তৎক্ষণাৎ উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।


তলিয়ে যাওয়া বালকদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, তবে তারা আসানসোলের বাসিন্দা বলে জানা গেছে। কুলটি থানার ওসি জানান, “জলের প্রবল স্রোত ও গভীরতার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। তবু আমরা পূর্ণ চেষ্টা চালাচ্ছি।” পরিবারগুলো ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। স্থানীয়রা জানান, বর্ষাকালে দামোদর নদীতে জলের প্রবাহ বাড়লে এমন দুর্ঘটনার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞরা নদীর তীরে সতর্কতা চিহ্ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়েছেন। দামোদর ভ্যালি কর্পোরেশনের বাঁধ থাকলেও, স্থানীয় স্তরে সচেতনতার ঘাটতি রয়েছে। উদ্ধার অভিযান চলমান, তবে এখনও বালকদের দেহ উদ্ধার করা যায়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts