টোটোর খোঁজ নিতে পরিবহন পরিবহন দপ্তরের আধিকারিক পৌরনিগমে।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– মঙ্গলবার সকালে আসানসোল পৌরনিগমে পরিবহন দপ্তরের টোটোর খোঁজ নিতে একটা চিঠি নিয়ে আলোচনা করেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা। মেয়র বিধান উপাধ্যায় জানান রাজ্য পরিবহন দপ্তরের থেকে টোটোর বর্তমান পরিস্থিতি নিয়ে একটা বৈঠক করা হয় মূলত পরিবহন দপ্তরের থেকে জানতে চাওয়া হয়েছে কতগুলো টোটো চলে এবং রুট কতগুলো। আসানসোল শহরের রুট নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি হটনরোড ও এস বি গড়াই রোডে প্রায়শই জ্যাম লেগে যায় সেই কারণে এই দুটো রুটে টোটো চালানো যাবে না অন্যকোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যায় কি না সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং কুলটি, জামুড়ীয়া ও রাণীগঞ্জের রুট নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি পরবর্তী সময়ে সব রুট ঠীক করে পরিবহন দপ্তরকে জানানো হবে। তাছাড়া টোটো বেশীরভাগ কোন কোম্পানির গাড়ী এবং তাদের লাইসেন্স নিয়ে জানতে চাওয়া হয়েছে। লাইসেন্স পাবার ক্ষেত্রে সরকারি নির্দেশ মতো দেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts