ঝাড়খণ্ড সরকারের অবৈধ লটারি টিকিটের বিক্রির খবরে পালিয়ে বাঁচলো বিক্রেতা।

আলোক চক্রবর্তী:- ঝাড়খণ্ড সরকারের অবৈধ লটারি টিকিটের বিক্রির খবরে পালিয়ে বাঁচলো বিক্রেতা।পশ্চিম বাংলার সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ড সরকারের লটারীর টিকিটকে অবৈধ ঘোষণা করলেও বিভিন্ন জায়গায় অবৈধ লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার প্রায় সব জায়গায় এই অবৈধ লটারির টিকিট পুলিশ প্রশাসনের সামনে বিক্রি হচ্ছে, খবর পেয়ে প্রতিনিধিরা গেলে লটারী বিক্রেতারা অস্বীকার করে এবং অনেক সময় লিটারি বিক্রেতারা ক্যামেরা দেখে পালিয়ে যায়। ঝাড়খন্ড লটারি মারমার বিক্রি হচ্ছে কুলটি ,বারাবানি ,সালানপুর এই বিভিন্ন এলাকায় নিশ্চিত রয়েছে পুলিশ প্রশাসন। কার মধুতে এই ঝাড়খন্ড লটারি বিক্রি হচ্ছে। কেন পুলিশ তাদেরকে ধরছেনা রাজ্য সরকারের ট্যাক্সকে ফাঁকি দিয়ে এই ঝাড়খন্ড লটারি বিক্রি করছে বিক্রেতারা তাদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা বলছে ঝারখান থেকে আসছে বলে আমরা বিক্রি করছি যদি এখানে আসে না ঝাড়খন্ড লটারি তাইলে আমরা কি করে বিক্রি করব নিশ্চয়ই কারো মজাতে এখানে এই লটারি প্রবেশ করছে যার ফলে রাজ্য সরকারের ট্যাক্সের চুরি হচ্ছে। কেন পুলিশ কোন রকম পদক্ষেপ নিচ্ছে না এই বেআইনি লটারি বিক্রেতার বিরুদ্ধে। পুলিশের কাছে জানতে চাইলে তারা বলেন এই বিষয়ে আমরা দেখছি কিন্তু জানিনা ঝারখান্ড লটারি বিক্রি করতে পারে কিনা এই বিষয়টা আমি পুরো পুরি জানিনা আমি খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে আমাদের আধিকারির সাথে কথা বলবো। এবং এরপরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

ঝাড়খণ্ড লটারি ফাঁকি দিচ্ছে রাজ্য সরকারের ট্যাক্স বিক্রি হচ্ছে বারাবানি এলাকায়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts