জামুড়ীয়া এলাকায় কালিপূজার অনুষ্ঠানে পবন সিংএর গান নিয়ে বিতর্ক।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী:– আসানসোল কালিপূজার সময় জামুড়ীয়া এলাকায় বিধায়ক হরেরাম সিং এক অনুষ্ঠানে ভোজপুরী গায়ক পবন সিং আমন্ত্রণ পাঠানোতে বাংলা পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হয় শণিবার আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক এবং বাংলা পক্ষকে কটাক্ষ করে শাসকদলের বি- টীম বলে আক্ষা দেন। বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান গত লোকসভা নির্বাচনে বিজেপির আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসেবে ভোজপুরি গায়ক পবন সিং প্রতিদ্বন্দ্বিতার খবরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বাংলা পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হয়েছিল সেইসময় কোন ব্যাক্তিগত কারণে পবন সিং সরে দাঁড়ান। এতদিন পরে জামুড়ীয়ার বিধায়ক হরেরাম সিং পবন সিংকে গান গাইবার জন্য আমন্ত্রণ পাঠানোতে বাংলা পক্ষ পুনরায় তার বিরোধিতা করে একজন ভারতখ্যাত গায়ককে অপমান করা হয়েছে। হরেরাম সিং এবং বাংলা পক্ষ দুজনেই শাসকদলের বি- টীম সেই কারণে বাংলা পক্ষের নামে কোন অভিযোগ জানানো হয় নি এবং আশ্চর্যজনক কিছুদিন আগে শিলিগুড়িতে সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে এসে বিহারের বাসিন্দাদের প্রচন্ড মারধোর করে বাংলা পক্ষ তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেওয়া হয় নি তৃণমূল কংগ্রেসের বি- টীম হবার কারণে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক ধর্মের জনগণকে ভারতীয় হিসাবে সম্মান জানায় কাউকে অসম্মান করে না। ভারত বিখ্যাত একজন গায়ককে বাংলা পক্ষ থেকে এই রকম অসম্মান করা শোভা পায় না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts