গুগুল নির্ভর করে সঠীক জ্ঞান অর্জন করা যায় না।

আলোক চক্রবর্তী দুর্গাপুর:-মঙ্গলবার দূর্গাপুরে সিটি সেন্টার লাইব্রেরীতে সাধারণ গ্রন্থাগার দিবস পালন হয়ে গেলো। পশ্চিম বর্ধমান আয়োজিত রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন ও জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিম বঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় সিটি সেন্টার লাইব্রেরীতে গত ৩১ শে আগষ্ট এবং ৩ রা সেপ্টেম্বর গ্রন্থাগার দিবস পালন করা হয়। মঙ্গলবার গ্রন্থাগার দিবস উদ্বোধন করলেন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত গ্রন্থআধিকারিক নির্মাল্য অধিকারী। তিনি জানান সবসময় গুগল নির্ভর করা যায় না সাময়িক কিছু সমস্যা সমাধান করা সম্বভব কিন্তু বইয়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায় তা গুগল করতে পারে না। করোনার পর বই পড়ার মানসিকতা অনেক বেড়েছে তবে গ্রামগঞ্জের লাইব্রেরীগুলোতে কর্মী অপ্রতুলতার জন্য বন্ধ থাকলেও বর্তমানে চেষ্টা করা হচ্ছে সেসব বন্ধ লাইব্রেরী খোলার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts