
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী :– গরীব এবং দুঃস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যে এগিয়ে এলো রোটারি ক্লাব অফ আসানসোল। বুধবার রোটারি ক্লাব অফ আসানসোলের পক্ষ থেকে আসানসোলের এথোড়ায় রামকৃষ্ণ পূর্ণানন্দ সেবা আশ্রমকে দেওয়া হল একটি এ্যাম্বুলেন্স। ছিলেন সমাজসেবী তথা ব্যবসায়ী শচীন রায় সহ অন্যান্যরা।
এই প্রসঙ্গে রোটারি ক্লাব অফ আসানসোলের তরফে বলা হয়েছে, গরীব ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।











Leave a Reply