

পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:– যাত্রা শুরু হল গয়া – হাওড়া বন্দে ভারত ট্রেনের। এটি বাংলায় দ্বিতীয় বন্দে ভারত ট্রেন, যার চলাচল শুরু হল রবিবার থেকে। এর আগে পাটনা – হাওড়া প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বাংলায় চলাচল শুরু করেছে। এদিন একই সঙ্গে ঝাড়খণ্ডে আসানসোল ডিভিশনের মধ্যে দেওঘর – যশিডির মধ্যে আরো একটি বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হয়েছে। এদিন গোটা দেশে মোট ছয়টি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা হয়।
এই উপলক্ষে রবিবার বিকেলে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের তরফে আসানসোল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।


তবে, উদ্বোধনের জন্য রবিবার আসানসোল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে বিকেল সাড়ে তিনটে নাগাদ ট্রেনটি পৌঁছায়। উপস্থিত ছিলেন আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এছাড়াও, আসানসোল স্টেশনের রেলের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। যখন বন্দে ভারত ট্রেনটি আসানসোল স্টেশনে পৌঁছায় তখন ইঞ্জিনের সামনে পূজো করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ছিলো। অনুষ্ঠানে উপস্থিত জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে জয়ধ্বনি দেন।

অগ্নিমিত্রা পাল বন্দে ভারত ট্রেনকে ফ্ল্যাগ অফ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ও সাংবাদিকদের বিজেপি বিধায়ক বলেন, এইদিনটা আসানসোল তথা বাংলার মানুষদের জন্য খুব আনন্দের। কারণ এদিন দ্বিতীয় বন্দে ভারত ট্রেন চলাচল শুরু করলো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে সত্যি করে উন্নত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলার প্রতি বিশেষ টান রয়েছে। তিনি সর্বদা চান সমগ্র দেশকে সাথে নিয়ে এই বাংলার উন্নতি। তাই বাংলাকে অনেক রেল প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। আসানসোলের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আসানসোল ডিভিশন দিয়ে এই ট্রেন চলাচল করবে। ফলে আসানসোল যে কতটা গুরুত্বপূর্ণ তা প্রমাণ করে এই ট্রেনের চলাচল শুরু হওয়ার মধ্যে দিয়ে ।

রেল সূত্রে জানা গেছে, হাওড়া – গয়া বন্দে ভারত ১৮ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে ৬ দিন সকাল ৬:৫০ টায় হাওড়া থেকে ছাড়বে। এটি দুর্গাপুর থেকে ৮:২৮ টার সময় , আসানসোল ৮:৫৩ সময় , ধানবাদ ৯:৪৩ টার সময় , পরশনাথ ১০:১৩ টার সময় , কোডারমা ১০:৫৮ টার সময় ছেড়ে গয়া পৌঁছাবে ১২:৩০ টায়। ফিরতি যাত্রার সময় এই ট্রেনটি গয়া থেকে ছাড়বে বিকেল ৩:১৫ টায়। এরপর ধানবাদ ৬ টায়, আসানসোল ৬:৪৮ টায়, দুর্গাপুর ৭:১১ টায় এবং হাওড়া প্রায় ৯:০৫ টায়। এই ট্রেনটিতে ১৬টি বগি রয়েছে। বন্দে ভারতে সাধারণত ৮টি কোচ থাকে।

Leave a Reply