কুলটিতে দলের সদস্যতা অভিযানে অংশ নিয়ে হিন্দুদের এককাট্টা হওয়ার ডাক অগ্নিমিত্রা পালের / মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ

পাবলিক নিউজঃ আসানসোল:– গোটা বাংলার সঙ্গে আসানসোলের বিভিন্ন বিধান সভা এলাকায় বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে। বুধবার সেই কর্মসূচিকে সামনে রেখে আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুর বাজার এলাকায় উপস্থিত ছিলেন আসানসোলের দক্ষিনের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল নেতৃত্ব, কর্মী সমর্থকেরা।
এদিন এই দলের সদস্যতা অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক রাজ্যের দুই মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও সিদ্দিকুল্লা চৌধুরী ও বিধানক হুমায়ুন কবিরের বক্তব্যের প্রসঙ্গে টেনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। অগ্নিমিত্রা পাল বলেন, রাজ্যের শাসক দলের দুই মন্ত্রী ও বিধায়ক কি বলেছেন হিন্দুদের নিয়ে, তা সবাই শুনেছেন। এরমধ্যে ফিরহাদ হাকিম তো কলকাতার মেয়র। ভাবতে অবাক লাগে একটা সময় কলকাতার মেয়রের চেয়ারে বসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। আর সেই চেয়ারে বসে একজন সাংবিধানিক পদে থাকা একজন বলছেন, আমরা এখন সংখ্যালঘু। কিন্তু পরে তা থাকবো না। সংখ্যাগুরু হবো। তখন বিচার চাইবো না। বিচার করবো। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? তৃনমুল কংগ্রেসের তরফে একটি একটা চিঠি পাবলিশ করে বলা হলো, আমরা ফিরহাদ হাকিমের কথার সঙ্গে নেই। ব্যস, হয়ে গেলো। বিজেপি বিধায়কের দাবি, আসল কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, ” ইন্ডিপেন্ডেন্ট বাংলা বা রিপাবলিক অফ বাংলা “। যার তিনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবেন। তাই বলছি, হিন্দুরা একাট্টা হন। বিজেপি সদস্য হয়ে, ২০২৬ সালে বাংলায় মোদিজীর নেতৃত্বে সরকার গঠনে সাহায্য করুন। তা না হলে, আমাদেরকে বাক্স প্যাটরা নিয়ে বাংলা ছেড়ে অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts