কুয়াশার সাদা চাদরে ঢাকলো শিল্পাঞ্চল / হেডলাইট জ্বালিয়ে চললো গাড়ি

পাবলিক নিউজঃ আসানসোল অলোক চক্রবর্তী:– কুয়াশায় ঢাকলো আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল। বুধবার ভোরবেলা থেকেই আসানসোল শহর ও গোটা শিল্পাঞ্চল কুয়াশার সাদা চাদরে ঢাকা ছিলো। একফুট দুরেও কিছু দেখা যাচ্ছিলো। সকাল সাড়ে নটার পরে কুয়াশা কেটে গেলে আকাশ পরিষ্কার হয়। তারপরে সূর্যের মুখ দেখতে পান শহরবাসী। রাস্তার পাশাপাশি আসানসোলের রেললাইনও কুয়াশার সাদা চাদরে ঢাকা ছিলো।
এই কুয়াশার কারনে যারা ভোরবেলা ও সাতসকালে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন তাদেরকে হেডলাইট জ্বালাতে হয়। গাড়ির গতি ছিলোও খুবই কম।
এদিকে এই কুয়াশার কারনে আসানসোল তাপমাত্রার পারদ বেশি কিছুটা উপরের দিকে চলে আসে। ফলে এদিন সকাল থেকে শীতের প্রকোপ তেমন একটা ছিলোনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাততঃ তিনদিন এমন পরিস্থিতি থাকবে। শনিবার থেকে আবারও কয়েকদিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts